দৈনিক তালাশ.কমঃ সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান মাদক সহ গ্রেপ্তাররা করেছে র্যাব-১১ এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করার তথ্য র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১১ এর সিপিসি ১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সিদ্ধির গঞ্জের চিটাগাং রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি পিক-আপ ভ্যান আটক করে তল্লাশি করে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সাথে জড়িত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তারা।
একটি পিক-আপ ভ্যানে পণ্যসামগ্রী পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন করা আসছিলো গ্রেপ্তারকৃত জুম্মন ও ইকবালের নামের দুই মাদক কারবারি।
তারা,দেশের বিভিন্ন সীমান্ত থেকে নিষিদ্ধ এই মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে তা নিজেরা বাহন করে এনে নারায়ণগঞ্জ,ঢাকা ও এর আশেপাশের জেলায় পাইকারি ও খুচরা দামে সরবরাহ করে আসছে এ ঘটনায় সিদ্ধির গঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।মাদকসহ গ্রেপ্তাররা হলেন কুমিল্লা কোতয়ালীর শাহজাহানের ছেলে জুম্মন (২৯) জেলার হুমায়ুনের ছেলে ইকবাল (৩৫)