দৈনিক তালাশ.কমঃ দেশের জনপ্রিয় ‘শো’কোক স্টুডিও বাংলার সর্বশেষ প্রকাশিত গানটি ছিল ভাটিয়ালি গান ‘নদীর কূল’এবার আসছে নতুন গান হৃদয় ভরানো ভালোবাসার গান সারি,ভাটিয়ালির পর প্রেমময় গানটি দর্শক-শ্রোতাদের মন জয় করে নেবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা,শনিবার ১০ জুন সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নতুন গানটি।প্রসঙ্গত,গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা শ্রোতাদের কাছে তিনি শিবলু নামে পরিচিত।এর আগে হাওয়া চলচ্চিত্রের জনপ্রিয় ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে দর্শক শ্রোতার মন জয় করে নিয়েছিলেন তিনি।কোক স্টুডিও বাংলার নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে আরফান মৃধা গণমাধ্যমকে বলেনকোক স্টুডিও বাংলার নতুন গানটি একটি রোমান্টিক ফোক গান। এটা মূলত প্রেম এবং আকুলতার গান।গানটির গীতিকার- সুরকার এমন একজন নিভৃতচারী মানুষ যিনি নিজের মতো করে মুখে-মুখেই গান বাঁধেন নিজের মতো করেই আনমনে গেয়ে ওঠেন।রাখছি,কোক স্টুডিও বাংলার অন্যান্য গানের মতো এই গানও দর্শক-শ্রোতাদের ঘোরের মধ্যে রাখবে বেশ কিছুদিন।গানটিতে শিল্পী আরফান মৃধার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এই গানে কণ্ঠশিল্পীদের সঙ্গে সেতার ও ম্যান্ডালিনও বাজান তিনি। উল্লেখ্য,কোক স্টুডিও বাংলা দ্বিতীয় মৌসুম শুরু করেছিল মুড়ির টিন’গান দিয়ে। শুরুতেই বাজিমাত এরপর একে একে বিভিন্ন এলাকার আঞ্চলিক গানসহ সারি, ভাটিয়ালি ইত্যাদি গান প্রকাশ করা হয়।