নারায়নগঞ্জে প্রচন্ড তাবদাহের পর ২ দিন ব্যাপী বৃষ্টি মানুষ খুশির আত্মহারা

দৈনিক তালাশ.কমঃ নারায়নগঞ্জে প্রচন্ড তাবদাহের পড়ে দুই দিন ব্যাপী বৃষ্টি মানুষ খুশির আত্মহারা আবার অনেকে কর্মক্ষেত্রে যেতে গিয়ে কিংবা পথচলতি অবস্থায় ভিজে যান বৃষ্টিতে তবে অনেকেই ভাবেন বৃষ্টিতে ভিজলে সর্দি-জ্বর হতে পারে জানলে অবাক হবেন ক্ষতি নং বরং বৃষ্টিতে ভিজলে বেশকিছু উপকার হয়।

বৃষ্টির পানিতে প্রাকৃতিকভাবে অ্যালকালাইন থাকে, যা চুলের ক্লিনজার হিসেবে কাজ করে এটি চুলের গোড়া থেকে সব ময়লা ও খুশকি দূর করে তাই নিয়মিত বৃষ্টির পানিতে গোসল করলে রুক্ষ চুল অনেক বেশি স্বাস্থ্যজ্বল হয় ও চকচকে দেখায়।

তবে বৃষ্টিতে ভেজার পর ভালোমতো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে সবচেয়ে ভালো হয় যদি নিমজাতীয় শ্যাম্পু বা সাবান ব্যবহার করেন ভারি বর্ষণের সময় পরিবেশে যে জলীয় বাষ্প থাকে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

কেবল তাই নয়,বৃষ্টির পর জলীয় বাষ্প বেড়ে যাওয়ার ফলে পরিবেশে থাকা একাধিক ক্ষতিকর জীবাণুর কর্মক্ষমতাও কমে যায় ফলে ত্বক হয় আরও উজ্জ্বল ও নমনীয়। ত্বকের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে পেতে বৃষ্টি দারুণ কাজ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *