নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের শরীফবাগ জামে মসজিদে ৯ জুন শুক্রবার জুম্মার নামাজ পড়ার সময় মসজিদের ফ্যান ও এসি ছাড়া ও বন্ধ করা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয় মসজিদের ভিতরেই নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তা সংঘর্ষে রূপ নেয়। এই বিষয়কে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই শহীদুল ইসলাম বলেন 999 থেকে কল পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।