দৈনিক তালাশ.কমঃবন্দরে সড়ক দুর্ঘটনায় ইমন(২৪)নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।বৃহস্পতিবার (৮ জুন) রাত পৌনে ৯টায় বন্দর উপজেলার বীরমুক্তিযোদ্ধা আলহাজ নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতু উপরে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মটর সাইকেল আরোহী যুবক ইমন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার টিপু মিয়ার ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহত যুবকের মা শাহানাজ বেগম গনমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইমন তার মটর সাইকেল নিয়ে শীতলক্ষা ব্রীজে ঘুরতে বের হয়। পরে রাত আনুমানিক পৌনে ৯টার সময় বাড়ি ফেরার পথে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ইমনের নামাজের জানাযা শুক্রবার বাদ জুম্মা ফরাজিকান্দা ছোট জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে তার মৃতদেহ দাফন সম্পর্ন করা হয়। ইমনের অকাল মৃত্যুতে ফরাজিকান্দা এলাকায় শোকের ছায়া নেমে আসে।