নারায়ণগঞ্জ ক্লাবের বিশেষ সাধারণ আনুঠিত

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ ক্লাবের সকল সম্মানিত সদস্য সদস্যাবৃন্দের পক্ষে বর্তমান সভাপতি মানু ও সাবেক সভাপতি টিটুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সম্বলিত একটি চিঠি দৈনিক ইয়াদ পত্রিকা অফিসে পাঠানো হয়।বিবেকের তাড়নায় প্রভাবশালী ওসমান পরিবারের ছত্রছায়ায় থাকা মানু- টিটুর বিরুদ্ধে সদস্যদের বক্তব্যটুকু এখানে তুলে ধরা হলো
টিটু মানুর তিরিশ চল্লিশ জন দালাল আছে।এই দালাল দের নেতৃত্ব দেন হাবিবুর রহমান বাদল লম্বু মিজান এবং মিন্টু টি হোসেন গত চার জুন রবিবার সরকারি ডাক মারফত দৈনিক ইয়াদ পত্রিকা অফিসে একটি চিঠি আসে/চিঠিটি খুলে দেখা যায়,নারায়ণগঞ্জ ক্লাবের সম্মানিত সকল সদস্য ও সদস্যাবৃন্দের পক্ষে একটি লিখিত অভিযোগ নামা/এই পত্র পাওয়ার পর আমরা অপেক্ষা করি কোন পত্রপত্রিকায় বিষয়টি ছাপা হয়েছে কিনা/খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ নারায়ণগঞ্জের সকল স্থানীয় পত্রিকা অফিসে এই খোলা চিঠিটি পাঠানো হয়/কিন্তু প্রভাবশালী ওসমান পরিবারের আস্থাভাজন দুইজন ব্যক্তি মানু- টিটু হওয়ায় কেউ খোলা চিঠিটি প্রকাশ করেননি/আমাদের উপর আস্থা রেখে (দৈনিক ইয়াদ) যেহেতু বিপুল সংখ্যক সদস্যদের পক্ষে খোলা চিঠিটি পাঠানো হয়েছে তাই জনস্বার্থে বিবেচনা করে আমরা হুবহু চিঠিটি তুলে ধরলাম
নারায়নগঞ্জ ক্লাবের সকল সম্মানিত সদস্য এবং সদস্যা বৃন্দ আপনারা জানেন আগামী ১০/০৬/২০২৩ইং ক্লাব কর্তৃপক্ষ বিশেষ সাধারন সভার আয়োজন করেছে। ক্লাবের বহুতল ভবনের যাবতীয় খরচ জায়েজ করার জন্য। সাধারন সদস্যদের নিকট কোন হিসাব পাঠায়নি। কারন টিটু এবং মানুর কিছু দালাল আছে তারা হাত তুলে সব হিসাব পাশ করিয়ে নিবে। টিটু এবং মানুর ৩০/৪০ জন দালাল আছে তারা অনুষ্ঠানের সামনে এবং পিছনে বসে হাত তুলে সব পাশ করিয়ে নেয়। আর এই দালালদের নেতৃত্ব দিয়ে থাকেন হাবিবুর রহমান বাদল,লম্বু মিজান এবং মিন্টু। তবে সাধারন সদস্যদের মনে এই প্রশ্নগুলি কিন্তু রয়ে গেছে। প্রায় ১৬০০ এসোসিয়েট সদস্য বাবদ ৫৬ কোটি এবং সাবেক সভাপতি জনাব, এ.কে.এম. সেলিম ওসমান সাহেবের রেখে যাওয়া ৭ কোটি টাকার এফ.ডি. আর সহ মোট ৬৩ কোটি টাকা কি এই বহুতল ভবনের
মাটির নিচে চলে গিয়েছে। মানু সাহেব আপনার নিকট আমাদের প্রশ্ন ? সাবেক সভাপতি টিটু সাহেবকে আপনি ১ কোটি ৬০ লক্ষ টাকা কমিউনিটি সেন্টার ভাড়া বাবদ অগ্রিম দিয়েছিলেন যা ফেরত যোগ্য। ঐ ১ কোটি ৬০ লক্ষ টাকা কি আপনি ফেরত নিয়েছেন ? মানু সাহেব সভাপতি হওয়ার পর প্রতি বৎসর আপনি গাড়ি বদলান, ইউরোপ, আমেরিকায় বেড়াতে যান। এত টাকা আপনি কোথায় পান ?প্রতি মাসে আপনি ক্লাবের লোকসান দেখান।
কর্মচারীদের বেতন ঠিকমত দিতে পারেন না।ক্লাবের খাবারের মূল্য ইচ্ছামত বৃদ্ধি করেন অথচ খাবারের মান খুব নিম্নমানের। অতীতে নারায়ণগঞ্জ ক্লাবের একটি ঐতিহ্য ছিল যা এখন বিলিন হতে চলছে।
পূর্বে ১২০০ সদস্যের চাঁদা দিয়ে ক্লাব সুন্দরভাবে চলেছে। এখন প্রায় ২৮০০ সদস্য। ক্লাবের লোকসান হবে কেন ?
আমাদের সাধারন সদস্যদের দাবী অতিসত্ত্বর আর ১টি বিশেষ সাধারন সভা করে আমাদের ৬৩ কোটি টাকার
খরচের একটি অডিট রিপোর্ট পেশ করবেন।
নতুন ভবনের দৈর্ঘ্য+প্রস্থ প্রায়২০ ফুট সর্বমোট প্রায় ৪ লক্ষ ফুট। এই ৪ লক্ষ ফুট ভরাট মাটি কেটে আপনারা বিক্রি করে দিয়েছেন,যার বাজার মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা এই টাকার হিসাব ও আমরা অডিট রিপোর্টে দেখতে চাই  যেহেতু নারায়ণগঞ্জ ক্লাব একটি লিমিটেড ক্লাব এই ক্লাবের সদস্যদের সমস্ত হিসাব দেখার অধিকার আছে

সম্মানিত সভাপতি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আগামী ১ মাসের মধ্যে আরও ১টি বিশেষ সাধারন সভার আয়োজন করে উক্ত ৬৩ কোটি টাকার অডিট রিপোর্ট ক্লাবের সাধারন সদস্যদের সামনে উপস্থাপন করবেন।আপ্যায়নের জন্য আমাদের নৈশভোজের দরকার নাই। চা-বিস্কিট হলেই চলবে।
আপনি একমাত্র সভাপতি যে নাকি ক্লাব সদস্যদের বাৎসরিক ইফতার থেকে বঞ্চিত করেছেন। এটা আপনার দূভাগ্য বিনীত নিবেদক নারায়নগঞ্জ ক্লাবের সম্মানিত সদস্য-সদস্যাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *