দৈনিক তালাশ.কমঃ র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ০৮ জুন ২০২৩ ইং তারিখ ১৭.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিলন @ মোঃ ইসলাম @ মোঃ রবিউল ইসলাম (৩৪) কে গ্রেফতার করে।প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মিলন @ মোঃ ইসলাম @ মোঃ রবিউল ইসলাম (৩৪) নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন নাজির নগর এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে। ২০০৯ সালে বর্ণিত আসামী ও সহযোগী অপরাপর আসামীগণ পরষ্পর যোগসাজসে ভিকটিম মারুফা (ছদ্ধনাম) কে পরিকল্পিতভাবে অপহরণ করতঃ জোর পূর্বক সকল আসামীগণ ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অপহরণ ও গণধর্ষন মামলা দায়ের করেন। উক্ত মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী মিলন @ মোঃ ইসলাম @ মোঃ রবিউল ইসলাম (৩৪) সহ আরো ০২ জন আসামীকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। র্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিলন @ মোঃ ইসলাম @ মোঃ রবিউল ইসলাম (৩৪) কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে র্যাব-১১, সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ০৮/০৬/২০২৩ ইং তারিখ তথ্য প্রযুুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত আসামী মিলন @ মোঃ ইসলাম @ মোঃ রবিউল ইসলাম (৩৪) কে গ্র্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।