বন্দরে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

দৈনিক তালাশ.কমঃ বন্দরে ২’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করছে পুলিশ। অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় ওসমান নামে এক মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার ২১নং ওয়ার্ডের সালেহনগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে সাজ্জাদ (২৬) ও একই ওয়ার্ডের বন্দর শাহীমসজিদ এলাকার আব্দুল সোবাহান মিয়ার ছেলে সজিব (২৫)। পলাতক ওসমান বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা তেঁতুলতলা এলাকার আলীইসলাম মিয়ার ছেলে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারিকে বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (৭ জুন) রাত পৌনে ১২ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাক্কা রাস্তার উপরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ আহাদুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারি ও পলাতক ওসমানকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৩(৬)২৩। থানা সূত্রে জানা গেছে, উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে বন্দরে সোনাকান্দা, দড়ি-সোনাকান্দা, বেপারীপাড়া, মাহামুদনগর, সালেহনগর ও বন্দর শাহীমসজিদ এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাজ্জাদ ও সজিবকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও ওসমান কৌশলে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *