বন্দরে বিভিন্ন সরকারি নিয়ম নিতী তোয়াক্কা না করে  অবৈধ মেলার

দৈনিক তালাশ.কম : বন্দরে বিভিন্ন সরকারি নিয়ম নিতী তোয়াক্কা না করে  অবৈধ মেলার ছড়াছড়ি বন্দরে বিভিন্ন স্থানে অবৈধ মেলার চলছে বলে অভিযোগ পাওয়া গেছে এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১’শ ফুট রাস্তা দখল করে অবৈধ ভাবে মেলা বসানোর গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল নেতা সৌরভসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে সরজমিন ঘুরে ও নবীগঞ্জ কবিলের মোড় এলাকাবাসী সাথে কথা বলে এ চিত্র দেখা যায়।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার কবিলেরমোড় এলাকার মৃত আমান সরদারের ছেলে সৌরভ ছাত্রদলের একজন সক্রিয় নেতা হওয়া সত্বেও গত সিটি নির্বাচনে সে ২৩নং ওয়ার্ড পরাজিত কাউন্সিলর প্রার্থী দুলাল প্রধানের পক্ষে নির্বাচন করে। সিটি নির্বাচনের পর থেকে ছাত্রদল নেতা সৌরভ ২৩নং ওয়ার্ডের নিয়ন্ত্রন নিতে বেশ মরিয়া হয়ে উঠে।
এলাকাবাসী জানিয়েছে, বন্দরে ২৩নং ওয়ার্ডটি একটি গুরুত্বপূর্ন ওয়ার্ড হিসেবে সকলের কাছে বিবেচিত। ২৩ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ন ১’শ ফুট রাস্তার দুই লেনের মধ্যে একলেনে বন্ধ করে দিয়ে সেখানে মেলার নামে অবৈধ দোকান পাটি উঠিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে সাধারন মানুষের চলাফেরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। বন্দর থানা পুলিশ প্রশাসন ও স্থানীয় কিছু ছিচকে মাস্তানদের ম্যানেজ করে তারা এ মেলা চালাচ্ছে।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক মেলা দোকানী গনমাধ্যমকে জানায়, গত দুই দিন ধরে এখানে মেলা শুরু হয়েছে। কবিলের মোড় এলাকার সৌরভ ভাই বলেছে মন যত দিন চায় তত দিন পর্যন্ত মেলা এখানে চলবে। কোন সমস্যা হবে না।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর সিদ্দিক জানান, রাস্তার মধ্যে মেলা করা বিষয়টি আমার জানা নেই। আমি এখনই মেলা ভেঙ্গে দেওয়ার জন্য র্ফোস পাঠাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *