ভাষা সৈনিক নাগিনা জোহা সড়কের নির্মাণ কাজ বাঁধাগ্রস্ত হওয়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ

দৈনিক তালাশ ডটকম : নারায়ণগঞ্জে বুধবার (৭ জুন) সকালে রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শফি উল্লাহর নেতৃত্বে পাঠানটুলী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।অভিযানে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সড়ক বিভাগসহ আইন শৃঙ্খলা বাহিনী উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে।নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান জানান, শহরের চাষাঢ়া থেকে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের ভাষা সৈনিক বেগম নাগিনা জোহা সড়ক নির্মাণের জন্য রেল ওয়ের কাছ থেকে ইজারা মূল্যে জায়গা বরাদ্দ পায় নারায়ণগঞ্জ সড়ক বিভাগ।২০১৯ সালে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়।ইতোমধ্যে প্রায় ৯২ শতাংশ কাজ সম্পন্ন হয়। তবে হাজীগঞ্জ থেকে পাঠানটুলী পর্যন্ত প্রায় আধা কিলোমিটার জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠায় সড়কটি সংকুচিত হয়ে পড়ে এবং নির্মাণ কাজে বাধাগ্রস্ত হয়।তাই রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে তারা উচ্ছেদ অভিযান চালিয়ে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িসহ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেয়।তিনি জানান,উচ্ছেদটি সম্পূর্ণভাবে রেলওয়ে কর্তৃপক্ষ পরিচালনা করেছে।জেলা প্রশাসন এবং আমরা তাদের সহায়তা করেছি। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করায় সড়ক নির্মাণের কাজ আরও দ্রুত গতিতে চলবে। চলতি মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ করতে পারব।উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা হীরামনিসহ রেলওয়ে এবং সড়ক বিভাগে অন্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *