দৈনিক তালাশ ডটকম : মঙ্গলবার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ২০২৩-২৭ এর মনোনয়ন পত্র জমা পড়েছে। নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাবির কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
মনোনয়ন জমা শেষে সাধারণ সম্পাদক প্রার্থী তানভীর আহমেদ টিটু বলেন, নির্বাচন সংস্থার সদস্যদের একটি মৌলিক অধিকার। আমাদের পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আমরা নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে নির্বাচনের কাজ শুরু করেছি। এখানে যারা নির্বাচন করছে তারা সকলেই একটি পরিবারের মত। আমাদের একটাই উদ্দেশ্য সেটা হলো, নারায়ণগঞ্জে খেলাধুলার যে অবকাঠামো সেটা খুবই পুরনো। একটাই মাঠ ছিলো, যেখানে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো, পারলে সুইমিং সহ। যতটুকু জমি আছে পুরোটাই খেলাধুলার জন্য ব্যবহার করা হবে। শুধুমাত্র সরকারের উপর ভরসা করে নয় আমরা সকলে যদি এগিয়ে আসি তাহলে খুব দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো।
তিনি আরও বলেন, যেহেতু নির্বাচনটি উন্মুক্ত সেহেতু যারা সংস্থার নিয়ম মেনে আসতে পেরেছে তারা এসেছে। আমি আমার নিজস্ব কোন প্যানেল দেইনি।
এসময় সহ-সভাপতি পদে মনানয়ন পত্র জমা দিয়েছেন, আলহাজ্ব খবির আহমদ, মোঃ ইব্রাহিম চেঙ্গিস, ফারুক বিন ইউসুফ পাপ্পু ও খন্দকার শাহ্ আলম।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন তানভীর আহমেদ টিটু, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন জাকির হোসেন শাহিন, যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার, কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেন জাহাঙ্গীর হোসেন মোল্লা, কার্যকরী সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম, মাহমুদা শরীফ, মোঃ আসলাম, মাহবুবুল হক উজ্জল, ফিরোজ মাহমুদ শামা, ডাঃ মোঃ রকিবুল ইসলাম শ্যামল, আতাউর রহমান মিলন, মোহাম্মদ মাহবুব হাসান বিজন, ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ, আরাফাত আহমেদ, এস.এম রানা, মোঃ সুমন ভুইয়া, হাজ্বী মোঃ নুরুল ইসলাম, রফিকুল হাসান রিপন।
উপজেলা কোটায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিরাজ উদ্দিন আহমেদ ও এস.এম আরিফ মিহির।
মহিলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আঞ্জুমান আরা আকসির ও রোকসানা খবির। মনোনয়ন পত্র প্রত্যাহার ১০ জুন এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুন।