দৈনিক তালাশ ডটকম : ফতুল্লার ব্যবসা নিয়ন্ত্রন নিয়ে প্রতিপক্ষ ব্যবসায়ীর অফিসে হামলা ভাংচুর ও ককটেল বিস্ফোরণ অভিযোগ উঠেছে। শনিবার (৩ জুন) দিনগত রাত আনুমানিক সাড়ে নয়টায় মাসদাইর শেরে বাংলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওই ব্যবসায়ীসহ দুইজন আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান,শেরে বাংলা রোডে ১৩/৩ হোল্ডিং নম্বরের আব্দুল মতিন এর বাড়ির ভাড়াটি তুষার ও একই এলাকার রাসেল মিয়ার পৃথক ইন্টারনেট ব্যবসা রয়েছে। এই ব্যবসা নিয়ে তাদের দু’জনের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। গত শুক্রবারও তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।
এর জের ধরে শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টার সময় রাসেল মিয়া মাদক ব্যবসায়ী সাঈদ সহ বিশ থেকে পঁচিশজন লোক নিয়ে এসে প্রতিপক্ষ ব্যবসায়ী তুষারের ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে হামলা চালায় এবং একাধিক ককটেল বিস্ফোরণ করে। এসময় এলাকায় আতংক সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেল মিয়ার নেতৃত্বে একদল যুবক এসে মতিন সাহেবের বাড়ীতে প্রবেশ করে। প্রথমেই তারা বাড়ির সিসি ক্যামেরার লাইন কেটে দেয়। পরবর্তীতে ওই বাড়ীর নীচ তলায় পিস টেকনোলজি নামে ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে।
এসময় তারা ওই প্রতিষ্ঠানের মালিক তুষারকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে আসে এবং মারধর করে। ভাইয়ের উপর হামলা দেখে তুষারের বোন বৈশাখী এগিয়ে গেলে তাকেও আঘাত করে হামলাকারীরা এতে ইন্টারনেট ব্যবসায়ী তুষার ও তার বোন বৈশাখী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান,হামলার সময় আব্দুল মতিন এর মালিকানাধীন ওই বাড়ীর কয়েকটি জানালার কাঁচ ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির কথাও জানায় এলাকাবাসী। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দীপু বলেন, হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।
তিনি আরও বলেন,দুইজনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। তবে কোন বিস্ফোরণের আলামত পাওয়া যায় নি। তদন্ত করে এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।