নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশদের নিয়মিত পানি,স্যালাইন ও বিস্কিট সরবরাহ করছেন জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল

দৈনিক তালাশ ডটকম : তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা পুরো দেশবাসীর দুপুরের পর রাস্তায় বেরোনো কার্যত দুস্কর এরই মধ্যে নিত্যদিন রাস্তায় নেমে যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকেন নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশের কর্মীরা।

শহরজুড়ে রাস্তার মোড়ে মোড়ে চড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা কর্তব্যরত সহকর্মীদের সুস্থতার কথা মাথায় রেখে নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশদের নিয়মিত পানি,স্যালাইন ও বিস্কিট সরবরাহ করছেন জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল মহোদয়ের নির্দেশনা সরবরাহকৃত পানি, স্যালাইন এবং বিস্কিট ট্রাফিকের প্রতিটা ফোর্স অফিসার কে নিয়মিত সরবরাহ করা হচ্ছে। এই তীব্র তাপদাহ যতদিন থাকবে ততদিন চলবে এই কার্যক্রম।

শুক্রবার (১ জুন) এক বার্তায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (এডমিন) একে করিম জানান, এই অসহনীয় গরম ও তাপদাহে রাস্তায় ডিউটি করা সত্যিই কষ্টকর এই উপলব্ধি থেকে পুলিশ সুপার স্যার ব্যবস্থা করেছেন। আমাদের ট্রাফিক বিভাগ স্যারকে স্যালুট জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *