দৈনিক তালাশ ডটকম : চেক ডিজনার মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী শাহজাহান (২৭)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (১ লা জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (৩১ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার নয়মাটি এলাকায় অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান বন্দর রাজবাড়ী এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে। থানা তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আহাদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে শহরের নয়ামাটি এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী শাহজাহানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।