সোনারগাঁও থানার একটি নাশকতার মামলায় ১৯দিন কারাভোগ করে জামিনে কারামুক্ত হলেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৬জন

দৈনিক তালাশ ডটকম : বৃহস্পতিবার ( ১ জুন ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন তারা। এর আগে উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ ৬ বিএনপি নেতা। পরে উচ্চ আদালতের জামিননামা বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠানো হলে জামিনে বের হয়ে আসেন তারা।এদিকে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ নেতাকর্মীদের জামিনের খবর শুনে দুপুর থেকেই সোনারগাঁ উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী কারাফটকের সামনে জড়ো হতে থাকে।

মুক্তির পর নারায়ণগঞ্জ কারাফটকের সামনে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন।

জামিনে কারামুক্ত হলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁ পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *