দৈনিক তালাশ ডটকম : বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় দৈনিক ডান্ডিবার্তা কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। আয়োজনে ছিলেন দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক, দৈনিক ডান্ডিবার্তার সাবেক ফটো সাংবাদিক ও দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার ফটো সাংবাদিক তাপস সাহা।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, দৈনিক ডান্ডিবার্তার সাংবাদিক আবুল হোসেন, ডান্ডিবার্তার বার্তা সম্পাদক নাসির উদ্দিন, ডান্ডিবার্তার বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, ডান্ডিবার্তার ও দৈনিক সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজিব প্রমুখ।
উল্লেখ্য, হাবিবুর রহমান বাদল ১৯৫৭ সালের পহেলা জুন নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোডে সংলগ্ন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুম মো. ফকির চাঁন মিয়া ও মরহুমা সাহারা খাতুনের ৪ পুত্র, ৪ কন্যার মধ্যে হাবিবুর রহমান বাদল জৈষ্ঠপুত্র। তিনি গলাচিপা প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। নারায়ণগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি পাস করার পর ১৯৭৬ সালে ঢাকা কলেজে পড়ার সময় খন্ডকালীন সাংবাদিকতা শুরু করেন। ৮২ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক কাজ করার পর ১৯৮৩ সালে হাবিবুর রহমান বাদল দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে যোগদান করেন। ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত প্রথম দৈনিক শীতলক্ষ্যা তার সম্পাদনায় প্রকাশ লাভ করে। ২০০৩ সালের ১ জানুয়ারি হাবিবুর রহমান বাদলের সম্পাদনা ও প্রকাশনায় দৈনিক ডান্ডিবার্তার আত্মপ্রকাশ ঘটে। হাবিবুর রহমান বাদল ১৯৮৮ থেকে ১৯৯০ সাল ও ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সালে পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ১৯৯৮ সালে এবং ২০১১ সালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বর্তমান বহুতল ভবন নির্মাণ কমিটির সদস্য সচিব হিসাবে প্রেসক্লাব নির্মাণে অগ্রনী ভূমিকা পালন করেন। নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনের সভাপতি হন। হাবিবুর রহমান বাদল ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।