৪৭,৪০০ পিস ইয়াবা সহ ৪ জন আসামী গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ

অদ্য ইং ০১/০৬/২০২৩ তারিখ রাত ০০:১৫ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন টিপরদী এলাকায় অবস্থান করাকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, চট্টগ্রাম হইতে মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের চালান নিয়া নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ সোনারগাঁ খানাধীন পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন সাকিনস্থ পুলিশ চেক পোষ্টের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের উপর উপস্থিত হইয়া অবস্থান করিয়া সন্দেহভাজন গাড়ী এবং ব্যক্তিদের তল্লাসী করিতে থাকে। এমতবস্থায় অদ্য ইং- ০১/০৬/২০২৩ তারিখ রাত ০২:০৫ ঘটিকার সময় চট্টগ্রাম দিক হইতে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-৪৯-৩৩৪১ গাড়ীটি সিগন্যাল দিয়ে থামাইলে পুলিশের তল্লাশী টের পাইয়া যাত্রী বেশে বসে থাকা তিন জন ব্যক্তি হাতে ব্যাগ সহ দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সোনারগাঁ থানা পুলিশ আসামীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ ১. সারোদ ইসতিয়াক আহাম্মদ(৩৮), পিতা-মোঃ মোস্তাক আহমেদ, মাতা- সুফিয়া বেগম, স্থায়ী: গ্রাম- করিম সিকদার পাড়া, পোঃ বারোয়াখালী, উপজেলা/থানা- কক্সবাজার সদর, জেলা কক্সবাজার, বাংলাদেশ ২. মোঃ দৌলত আজিম ভূঁইয়া (৪৩), পিতা-মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া, মাতা- খালেদা খানম স্থায়ী: (হাটহাজারী রোড, কাতালগঞ্জ, বাসা-৩৬/৪৩, নওশের আলী বাড়ী, ডাকঘর-চকবাজার (৪২০৩), উপজেলা / থানা- পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, বাংলাদেশ ৩. মিম আক্তার ওরফে খুশী (১৮), পিতা-মৃত বিল্লাল হোসেন, মাতা-মৃত চামেলী বেগম, স্বামী-মোঃ দৌলত আজিম ভূঁইয়া স্থায়ী: গ্রাম- আলমপুর (চৌরাস্তা) উপজেলা/থানা- কাজিপুর, জেলা -সিরাজগঞ্জ, বাংলাদেশ ৪. মোঃ মুজিবুল হক (৩২), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা- লায়লা নূর, স্থায়ী: গ্রাম- কোমার ভোগা, পোঃ লাকসাম উপজেলা / থানা-লাকসাম জেলা- কুমিল্লা, বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *