নাসিক ১৮নং ওয়া‌র্ডে বেপ‌রোয়া শাহজালালগং

দৈনিক তালাশ.কমঃ বৈষম্যবিরোধী আন্দোলন পর থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ১৮ নং ওয়ার্ডে বেপরোয়া হয়ে উঠেছে এক‌টি অপরাধ‌ী চক্র। যারা ওই এলাকায় ত্রাস সৃ‌ষ্টি ক‌রে চালা‌চ্ছে সন্ত্রাসী কার্য‌্যক্রম। যেখা‌নে বিএনপি দ‌লের নাম ব‌্যবহার ক‌রে সুনাম ক্ষুন্ন কর‌ছে তারা।অ‌ভি‌যোগ উঠে‌ছে, রাজ‌নৈ‌তিক দল‌টির ব‌্যনার, ফেস্টুন লাগিয়ে তারা চাঁদাবাজি, মাদক ব্যবসা জমি দখল সহ বিভিন্ন অপকর্মের ‌লিপ্ত ওই চক্রটি।

জানা গে‌ছে, চিহ্নিত সন্ত্রাসী, শাহজালাল সরদার ও ভাতিজা রনি , আল আরিফ, টাকলা মাসুদ, অলক , নাসির, জনাব সোহেল, পরানের নেতৃত্বে ওইসব অপরাধ সংঘ‌টিত হ‌চ্ছে।
সূত্র জানায়, বি কে রোডে অবৈধভাবে ট্রাক থেকে চাঁদাবাজি।ও শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন।

সৈয়দপুরে জনগণের চলাচলের রাস্তা কেটে অবৈধভাবে ড্রেজারের পাইপ নেয়াসহ।এই সন্ত্রাসীদের নামে রয়েছে ইয়াবা ট‌্যাবলেট, ফেনসিডিল, গাঁজা ও চাঁদাবাজির অভিযোগ। তাই এলাকাবাসীর দা‌বি, তা‌দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নি‌য়ে এলাকায় শা‌ন্তি শৃঙ্খলা বজায় রাখ‌তে সং‌শিল্ষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ গ্রহন ক‌রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *