র‌্যাবের অভিযানে লক্ষ্মীপুর সদরে খুনসহ ডাকাতি মামলার মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত ০১জন পলাতক ১০ বছর পর গ্রেফতার

দৈনিক তালাশ ডটকম : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। ১৮ জুলাই ২০১২ ইং তারিখ ল²ীপুর জেলার সদর থানাধীন বসুদুহিতা গ্রামে কৃষ্ণলাল দেবনাথ, তার স্ত্রী, পুত্রবধু ও তিন নাতনীসহ তার ০৫ রুম বিশিষ্ট বিল্ডিং ঘরে ঘুমিয়ে ছিল। তখন ১৪/১৫ জন ডাকাত মুখোশ পরে বিল্ডিং ধরে প্রবেশ করে বাদীকে বেঁধে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ছিনিয়ে নেয়। বাদীর মাথায় গুরুত্বর আঘাত করে এবং তার স্ত্রী ও পুত্রবধুকে মারধর করে। বাদীর নাতনি সৃতিনাথ (ছদ্দনাম) কে পাশের রুমে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। পরবর্তীতে ডাকাতরা চলে যাওয়ার পর ভিকটিম সৃতিনাথকে গুরুত্বর অবস্থায় ল²ীপুর সদর থানায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় কৃষ্ণলাল দেবনাথ বাদী হয়ে ল²ীপুর সদর থানায় মামলা দায়ের করে। এসআই বিল্লাল হোসেন মামলাটি তদন্ত শেষে ২৫ মার্চ ২০১৩ সালে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেন। তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে মামলার প্রধান আসামী ফারুক, মনছুর, রাশেদসহ ২৫ জনকে অভিযুক্ত করেন। বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ল²ীপুর এর বিচারক দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার ১৪ নম্বর আসামী মোঃ রাশেদ (৩৫) এর মৃত্যুদন্ডের রায় দেন। দন্ড প্রদানের পর হতে আসামী গ্রেফতার এড়ানোর জন্য অজ্ঞাত স্থানে গাঁ ঢাকা দেয়। র‌্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ১৪নং আসামী মোঃ রাশেদ (৩৫) এর অবস্থান শেরপুর জেলার শ্রীবর্দী থানায় সনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ২৮ মে ২০২৩ ইং তারিখ ভোর রাত ০২.১০ ঘটিকার সময় শেরপুর জেলার শ্রীবর্দী থানায় অভিযান পরিচালনা করে খুনসহ ডাকাতি মামলায় মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামী মোঃ রাশেদ (৩৫) কে গ্রেফতার করে।

৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রাশেদ (২৯) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন তালিবপুর এলাকার নুরুল আমিন এর ছেলে। ঘটনার পর পরই আসামী গ্রেফতার এড়ানোর জন্য বিদেশসহ শেরপুর জেলার শ্রীবর্দী থানা এলাকায় গিয়ে গাঁ ঢাকা দেয়। আসামী শ্রীবর্দী এলাকায় গিয়ে মাসুদ আলম পরিচয়ে বসবাস করছিল। আসামী মোঃ রাশেদ (২৯) ভুয়া পরিচয়ে দীর্ঘ ১০ বছর যাবৎ পলাতক ছিলো। র‌্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল মৃত্যুদন্ড প্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামী মোঃ রাশেদ (২৯) কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। ২৮/০৫/২০২৩ ইং তারিখ তথ্য প্রযুুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামী মোঃ রাশেদ (২৯) কে গ্র্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *