ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন সারাদেশে মাদক পাচারের প্রধান রোড

দৈনিক তালাশ ডটকম : বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন সারাদেশে মাদক পাচারের প্রধান রোড হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়ত এ রুট দিয়ে যাত্রাবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে করে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন ধরণের মাদকদ্রব্য রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের সর্বত্র ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাদক পাচার ঠেকাতে পুলিশ একের পর এক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে ধরা পড়ছেন অসংখ্য মাদক ব্যবসায়ী, সেই সঙ্গে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
এতো অভিযানের পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার যেন বন্ধ যাচ্ছে না।
এদিকে গত ৬ মাসের ব্যবধানে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুধু নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর অংশে একাধিক অভিযান পরিচালনা করে সর্বমোট ১ লাখ ৪ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাটলেট উদ্ধার করেন। এছাড়াও উদ্ধার করা হয় ৪৩ কেজি গাঁজা। এসব অভিযানে গ্রেফতার করা হয় ১৫ জন মাদক ব্যবসায়ী।
যাদের বিরুদ্ধে পরবর্তীতে স্ব স্ব থানায় মাদক মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বন্দরনগরী চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ভারত সীমান্তবর্তী জেলা ও কক্সবাজার মায়ানমার সীমান্তবর্তী জেলা। এসব জেলাগুলো অতিক্রম করে বাংলাদেশে প্রচুর মাদকদ্রব্য প্রবেশ করছে বলে জানা যায়। এসব মাদকদ্রব্য ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *