দৈনিক তালাশ ডটকম : বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোগনগরে মিলাদ দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে কয়লাঘাটস্থ এলাকায় এ মিলাদ দোয়া ও খাবার বিতরণ করা হয়। গোগনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, প্রধান বক্তা হিসেবে সদস্য সচিব মনিরুল ইসলাম সজল এবং বিশেষ অতিথি হিসেবে মহানগর যুবদল নেতা সাগর প্রধান, মোহাজ্জেম হোসেন মন্টি, নজরুল ইসলাম সরদার, মো: আক্তার হোসেন ও জাহাঙ্গীর মিজি উপস্থিত ছিলেন।
গোগনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাসেল আহম্মেদ মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খাদেম মকবুল, যুগ্ম আহŸায়ক শ্যামল দেওয়ান, মো: শাকিল, মাহাতাব হোসেন, আনসার আলী, কামরুল ইসলাম, মোজাম্মেল, মো: সাঈদ ও ১নং সদস্য বিল্লাল হোসেনসহ আরও অনেকে।