নারায়নগঞ্জ শহরের ডিআইটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা 

দৈনিক তালাশ ডটকম : শনিবার (২৭ মে)  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী  পরিচালক  মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করা হয়।

সেলিমুজ্জামান জানান, অভিযানকালে বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের  ৪৩ ধারায় শহরের ডি আইটিতে অবস্থিত নিউ মা হোটেলকে ১০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মেডিসিন পয়েন্ট কে ২ হাজার টাকা ও অরুপ ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

অভিযানে ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *