দৈনিক তালাশ ডটকম : বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব-১৬ ও মাষ্টার্স ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিকেল ৪টায় নগরীর শেখ রাসেল পার্ক স্টেডিয়ামে এ খেলা
অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী
জাহিদ আহসান রাসেল।
এসময় প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের শরীর, মন দুটোই ভালো রাখে। এছাড়াও সকল ধরনের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নারায়ণগঞ্জ একসময় ফুটবলের তীর্থস্থান ছিলো। কিন্তু কালের বিবর্তনে সেটা আজ হারাতে চলেছে। কারন খেলাধুলা করতে হলে মাঠের প্রয়োজন। যা বিগত কয়েক বছরে খুবই কমে গেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠের চাহিদা পূরণের জন্য আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যে নারায়ণগঞ্জে চারটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরির কাজ চলছে। তবে ঐ সময় সদর উপজেলায় জায়গা বরাদ্ধ না পাওয়ায় সেটা সম্ভব হয়নি এবার যে বরাদ্দ দেয়া হয়েছে সেখানে সদর উপজেলায়ও স্টেডিয়াম নির্মানের জন্য কাজ করা হচ্ছে।
এছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থিত খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম মেরামত করে পূণরায় চালু করার কাজ শুরু হয়েছে। খেলাধুলাকে এগিয়ে নিতে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো।
খেলায় নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোল করে। এতে ট্রাইবেকারে বঙ্গবীর ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে মদনগঞ্জ ফুটবল ক্লাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী।
এছাড়াও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির, বঙ্গসাথি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ সহ বঙ্গবীর ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।