দৈনিক তালাশ ডটকম : বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকার শীতলক্ষা নদীর তীরের গভীর গর্ত থেকে রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে।
শুক্রবার ২৬ মে বিকেল হতে মাদ্রাসা ছাত্র আয়াত মিয়া নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে না পেয়ে রাত ৮ টার দিকে নদীর তীর দিয়ে ওয়াক ওয়ের কাজ চলছে, সেই কাজের সিটি পাইলিংয়ের গভীর গর্ত হতে আয়াত মিয়াকে উদ্ধার করে বলে নিহতের পিতা মানিক মিয়া জানায়।
নিহত আয়াত মিয়া স্থানীয় আল ফালহা ইসলামি কিন্ডারগার্টেন’র ১ম শ্রেণীর ছাত্র।
এ বিষয়ে নিহতের পিতা মানিক মিয়া জানান, সরকারি কাজ করছে কিন্তু কোন নিয়ম- কানুন নেই। এমন গভীর গর্ত করে রেখেছে কোন নিরাপত্তার বেষ্টনী রাখেনি। তাদের গাফিলতির কারনে আমার ছেলেকে অকালে চলে যেতে হল। আমি এর সুষ্ঠ বিচার চাই যাতে আর কোন মায়ের বুক খালি না হয়।