দৈনিক তালাশ.কমঃ জীবন আহম্মেদ,স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা মদনপুর ইউনিয়ন পরিষদের অধীনে কেওঢালা বাস ইস্টার্নে ফুট ওভার ব্রিজ এর দাবি টা বহুদিনের।
বহু চেষ্টা করেও আমরা ফুট ওভার ব্রিজ বাস্তবায়নকরতে পারি নাই। এতে করে রাস্তা পারাপার এর সময় আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হই। ঢাকা টু চট্টগ্রাম রোড এ পূর্ব কেওঢালা ইস্টার্নের পশ্চিম কেওঢালা দিয়ে প্রায় প্রতি দিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় এতে করে আমরা প্রায় সময় রোড এক্সিডেন্টে আমাদের অনেক প্রিয় মানুষ হারিয়েছি,হারিয়েছি অনেক কাছের মানুষ। এছাড়া সবাই জানেন নারায়ণগঞ্জ – ৫ আসেন এমপি জনাব আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান সাথে তার মার নামে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন করেন ।
যাতে পশ্চিম কেওঢালা, মদনপুর থেকে বহু ছাত্র ছাত্রী নাগিনা জোহায় পড়তেন যান জীবনের ঝুঁকি নিয়ে তাই সকলের দৃষ্টি আকর্ষণ করবো বিষয়টা গুরুত্বসহকারে দেখার জন্য ।
তাই সকলের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা সবাই কেওঢালা ইস্টার্ন একটি ফুট ওভার ব্রিজ এর দিকে সুদৃষ্টি দিবেন।
দৃষ্টি আকর্ষণ করবো নারায়ণগঞ্জ ৫ আসেন এমপি জনাব আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান সাহেবের।
পাশাপাশি আমাদের বর্তমান
মদনপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের সফল চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আলহাজ্ব গাজী এম এ সালাম ভাইয়ের নিকট আবেদন করবো ওনি যাতে এই বিষয়টা দেখেন