যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে প্রতারণা অর্থ আত্মসাৎ চক্রের ৫ সদস্য গ্রেফতার

দৈনিক তালাশ ডটকম :এনজিওর আড়ালে জাল কাগজপত্র তৈরি করে আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মহিউদ্দিন জুয়েল, মোঃ উজ্জল হোসাইন ওরফে মুরাদ, মোঃ এনামুল হাসান, শাহাদাদ ও হাদিদুল মুবিন। এসময় তাদের নিকট থেকে ৩টি পাসপোর্ট, ২টি ভিজিটিং কার্ড, ৩টি এনওসি ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি সাইবার বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম পিপিএম ডিএমপি নিউজকে জানান, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের কথা বলে জাতিসংঘ সদর দপ্তরের ভুয়া তথ্যযুক্ত ই-মেইল পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের আবেদন করা হচ্ছে, মার্কিন দূতাবাস প্রতিনিধির এমন অভিযোগে ডিএমপির গুলশান থানায় একটি মামলা হয়। এ ঘটনায় তদন্তভার ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমকে দেওয়া হয়। গত ২১ মে ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মহিউদ্দিন, উজ্জল, এনামুল, শাহাদাদ ও হাদিদুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা একটি আন্তর্জাতিক মানব পাচার ও প্রতারক চক্রের সদস্য। গ্রেফতারকৃতরা এনজিওর আড়ালে টাকার বিনিময়ে ২০১৯ সাল থেকে মিথ্যা তথ্য ব্যবহার করে আমেরিকা, ফ্রান্সসহ উন্নত দেশগুলোতে মানব পাচার করে আসছে। তারা এনজিওর বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারী পরিচয়ে কনফারেন্সে যোগদানের জন্য জাতিসংঘ সদরদপ্তরে ই-মেইল প্রেরণ করতো। পরবর্তীতে আমেরিকার ভিসা পাওয়ার জন্য ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে হাজির হয়ে জাল কাগজপত্র দাখিল করে আমেরিকার ভিসার জন্য আবেদন করতো। গ্রেফতারকৃতদের এ ধরনের প্রতারণায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। যে সকল ব্যক্তি প্রকৃত কারণে মার্কিন ভিসার প্রাপ্তির জন্য আবেদন করেন, তারা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন।

গ্রেফতারকৃতদের গুলশান থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ধরনের প্রতারণা এড়াতে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ নিম্নোক্ত পরামর্শ দিয়েছে :

১। মার্কিন ভিসা প্রাপ্তির লক্ষ্যে সব সময় সঠিক তথ্য উপস্থাপন করুন। তথ্য মিথ্যা প্রমাণিত হলে তা গুরুতর অযোগ্যতা বলে বিবেচিত হয়।
২। উন্নত দেশে ভিসা প্রাপ্তির জন্য মিথ্যা তথ্য প্রদান ও জাল দলিলপত্র প্রস্তুত বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ বিধায় মিথ্যা তথ্য প্রদান হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
৩। আপনার অজ্ঞাতে এ ধরনের প্রতারণার শিকার হলে অতি দ্রুত পুলিশকে অবহিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *