নওগাঁ যুবলীগের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ও মানববন্ধন

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মান্দায় এক সময়ের মাদককারবারী ও ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত নেতা তারেক রহমানের বিরুদ্ধে এবার স্থাপনা দখলচেষ্টার অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মুখোমুখী দাঁড় করিয়ে ফায়দা লুটার চেষ্টা করছেন তিনি। যুবলীগের বহিষ্কৃত এ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরসহ চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুরে দেলুয়াবাড়ি বাজারের ধানপট্টি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্থানীয় ব্যবসায়ীরা। অভিযুক্ত তারেক রহমান উপজেলার ভাঁরশো ইউনিয়নের কালিসফা গ্রামের মোবারক হোসেনের ছেলে ও ভারশোঁ ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে মাদক বিক্রি ও মূর্তি পাচারসহ একাধিক মামলা রয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী শংকর কুমার সাহা, মাসুদ রানা, নিপেন ওরাও, যতীন ওরাও, জীবন কুমার সাহা প্রমুখ। বক্তারা দাবি করেন, এক সময়ের চিহ্নিত মাদককারবারী তারেকের চাঁদাবাজিতেও অতিষ্ঠ এলাকার লোকজন। তিনি ২০১০ সালে দেলুয়াবাড়ি বাজারের ধানপট্টি এলাকায় আব্দুর রশিদের মার্কেটের একটি দোকানঘর ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা শুরু করেন। হঠাৎ করেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তিকে দিয়ে কাল্পনিক দলিল তৈরি করে ওই মার্কেট দখলে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

ব্যবসায়ী শংকর সাহা বলেন, এই মার্কেটকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ‘জনা ওরাও’ নামের এক ব্যক্তি গত বৃহস্পতিবার সকালে আমার ওপর হামলা চালিয়ে মারধর করে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আমি থানায় মামলা দায়ের করেছি। ঘটনাটিকে ভিন্নখাতে নিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজনকে আমার বিরুদ্ধে উষ্কে দেওয়ার চেষ্টা করছেন তিনি। এসব অভিযোগের বিষয়ে জানতে তারেক রহমানের মোবাইলফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *