গাজীপুর সিটিতে সুষ্ঠু ভোট সন্তুষ্ট হয়েছে ইসি

দৈনিক তালাশ ডটকম:বৃহস্পতিবার(২৫মে)আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সার্বক্ষণিকভাবে গাজীপুর সিটি ভোট পর্যবেক্ষণ করে কমিশন। তবে সিসিটিভির কক্ষে সার্বক্ষণিক সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সারা দিনে তিনবার ১০ মিনিটের মতো করে ভেতরে থাকার সুযোগ পেয়েছেন সাংবাদিকরা।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং গণমাধ্যম ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষক টিমের কাছ থেকে আমরা একই খবর পেয়েছি। গাজীপুর সিটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। ভোটগ্রহণের নির্ধারিত সময়ের পরেও ভোটগ্রহণ শেষ না হওয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনি আইনে আছে যে, নির্বাচনে শেষ সময় পর্যন্ত যদি ভোটার উপস্থিতি থাকে, তাহলে ভোটারের ভোট না নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যালটের ক্ষেত্রে যে নিয়ম, ইভিএমের ক্ষেত্রেও একই নিয়ম। কত শতাংশ ভোট পড়েছে? সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমরা আশা করছি ৫০ শতাংশের উপরে ভোট কাস্টিং হবে। ভোটগণনা শেষে জানা যাবে কত শতাংশ ভোট পড়ল।’

সিসি টিভিতে কোনো অনিয়ম ধরা পড়েছে কি না? ভেতরে চিল্লাপাল্লা শুনেছি যদিও আমরা ভেতরে ঢুকতে পারিনি।’ বিষয়টি সাংবাদিকরা নজরে আনলে তিনি বলেন, ভোটাররা অনেক সময় লাইন ধরা, কারো ভোট আগে নেওয়া এ ধরনের কিছু বিষয় আমাদের কাছে ধরা পড়েছে, সেগুলোর বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফোন দিয়ে ব্যবস্থা নিয়েছি। এছাড়া দুটি কেন্দ্রে আমরা দেখেছিলাম, দু-একজন দলীয় এজেন্ট ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তখন আমরা তাদেরকে ফোন দিয়ে এবং পুলিশকে খবর দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি।

মার্কিন ভিসানীতি নিয়ে কোনো চাপ আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, বিদেশি রাষ্ট্র নিয়ে কোনো মন্তব্য নেই। রাষ্ট্র-রাষ্ট্র বুঝবে। এটা নির্বাচন কমিশনের কিছু না।

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আপনারা সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা অত্যন্ত সন্তুষ্ট, আপনারাও সন্তুষ্ট এবং আপনাদের প্রতিনিধিরাও সন্তুষ্ট। একই সঙ্গে ভোটাররা সন্তুষ্ট ও প্রার্থীরাও সন্তুষ্ট, এটা আপনাদের মিডিয়ার মাধ্যমেই প্রকাশ করেছেন যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *