সিন্ডিকেট করে পেঁয়াজের সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা কৃষিমন্ত্রী

দৈনিক তালাশ ডটকম : বাংলাদেশের প্রতিটা জেলায় সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের বাড়াচ্ছে ব্যবসায়ীরা কৃষিমন্ত্রী পাবনার সুজানগর উপজেলার উদয়পুর গ্রামে আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের পেঁয়াজের উৎপাদনশীলতা বেশি। স্বাভাবকিভাবেই মানুষের প্রশ্ন, কেন পেঁয়াজের দাম অস্বাভাববিক হয়, পেঁয়াজ নিয়ে নানা রকম রাজনীতি শুরু হয়। ঈদের আগেই পেঁয়াজ ব্যবসায়ীরা নানা রকম ষড়যন্ত্র করে সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন- পেঁয়াজ নিয়ে কেন এত সমস্যা সেটি দেখতে। আমরা গত কয়েক বছর ধরে চেষ্টা করছি, কী করে পেঁয়াজের দামটা সবার গ্রহণযোগত্যার মধ্যে রাখা যায়।
কৃষিমন্ত্রী সাঁথিয়া উপজেলার বনগ্রামে ড্যাম কর্তৃক নির্মিত পেঁয়াজ-রসুন সংরক্ষণের মডেল সংরক্ষণাগার উদ্বোধন এবং সদর উপজেলার জালালপুরে বোরো ধান কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তন উৎসবে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *