দৈনিক তালাশ ডটকম :সাজাপ্রাপ্ত আসামীরা হলেন ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের নুর আলম শিকদারের ভাড়াটিয়া মো. সোহারাব মিয়ার পুত্র বাবু ওরফে হান্ড্রেড বাবু (৩০), একই এলাকার মৃত হাশেমের পুত্র মো. মোকলেস (৪০) ও দাপা ব্যাংক কলোনীর মাসুম মিয়ার পুত্র আলামিন (২৬)।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় নারায়নগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম ও সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া মাদক সেবন এবং বহনের দায়ে আটককৃত তিনজনকে একশত টাকা অর্থদণ্ড ও ছয় মাসের কারাাদণ্ডের সাজা প্রদান করেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনকালে শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী বাবু ওরফে হান্ড্রেড বাবু, মোকলেস ও আলামিনকে আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।