দৈনিক তালাশ ডটকম :নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে অবস্থিত মাসদাইর বাজার ও আশপাশের এলাকার মানুষের জীবন ময়লার আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছে। এতে করে চারদিকে বাতাসের মাধ্যমে জীবানু ছড়িয়ে পড়ছে। ময়লার গন্ধে ঘরে থাকাটা দুঃসহনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে অভিযোগ করে অত্র এলাকার বাসিন্দা সুমন আহমেদ জানান, গতি বেশ কিছুদিন যাবৎ বৃহত্তর মাসদাইর বাজার ও আশপাশের এলাকা থেকে ময়লা নিচ্ছেনা সিটি করপোরেশনের নিযুক্ত পরিচ্ছন্ন কর্মীরা। যার ফলে মাসদাইর বাজারের ব্যবসায়ীগণ ও আশপাশের এলাকার মানুষেরা বাজারের পিছনে সরকারী একটি খাস জায়গাতে ময়লা ফেলছে। এতে করে জমে থাকা ময়লা পচেঁ গিয়ে দূঃগন্ধ সৃষ্টি করছে। ফলে বাতাস দূষিত হচ্ছে, এতে করে সাধারণ মানুষের ঘরে অবস্থান করাটা দুঃসহনীয় হয়ে পড়েছে। আমরা চাই সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী যেন ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট স্থান ঠিক করে দেন।