দৈনিক তামাশ ডটকম:গোপালদী ফাড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক খান সঙ্গীয় এসআই সোহাগ সাহা সঙ্গীয় ফোর্স সহ চেকপোষ্ট ডিউটি করা কালীন অদ্য ইংরেজি ২৩/০৫/২০২৩ তারিখ ১৬ টা ৫ ঘটিকার সময় আড়াই হাজার থানাধীন ফেরিঘাট রোডের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটানের পশ্চিম পাশে পাকা রাস্তার উপরে ৭ কেজি গাজা সহ আসামী ১। আঙ্গুরা (৪৫), পিতা:মৃত সোনা মিয়া, মাতা: মৃত মমতাজ, স্বামী: আক্তার হোসেন, সাং হাড্ডা, থানা: কসবা, জেলা: বি-বাড়িয়া এবং ২। সুমন(৪০), পিতা: মৃত মতি মিয়া, মাতা: জাহানারা বেগম সাং দেওভোগ নাগবাড়ি,থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জেদেরকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে আড়াইহাজার থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।