দৈনিক তালাশ ডটকম:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বার্মাসিল ভান্ডারি পুল এলাকায় সড়কের বেহাল দশা। দূর্ভোগ পোহা হচ্ছে সাধারণ জনগণ
এলাকাবাসী জানায়,প্রায় একবছর পূর্বে অত্র এলাকার সড়কটি নির্মান করা হয়েছে। অত্র সড়কটি দিয়ে কোন ভারী যানবাহন চলাচল করতে পাড়ে না।কিন্তু একবছর না পেরুতেই সড়কের কার্পেটিং ভেঙে পড়েছে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে সড়কটি। তাই সড়কটি পূণরায় মেরামত করে জনগণের ভোগান্তি দূর করার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর দৃষ্টি আকর্ষণ করছে ও অত্র ৭নং ওয়ার্ডে এলাকাবাসী আরো জানায়, কমিশনার রিপনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। মাদক ব্যবসা, অবৈধ গ্যাস লাইন সংযোগ, অবৈধ বিদ্যুৎ সংযোগ, ভূমিদস্যুতা সহ নানা অপকর্মের সাথে লিপ্ত রয়েছে ৭ নং ওয়ার্ড কাউন্সিলার রিপন।এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।