রাজধানীর ঢাকা :বিএনপি নেতা কর্মীরা বাসে আগুন  ভাঙচুর অপরাধে ১০ নেতাকর্মী গ্রেপ্তার

দৈনিক তালাশ ডটকম :রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করে বিএনপির নেতাকর্মীরা।

পদযাত্রাটি সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পদযাত্রার শেষের সারি থেকে কিছু ছেলে (বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা) পুলিশের ওপর চড়াও হয়। তারা ইটপাটকেল ছুড়তে থাকে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে মারধর শুরু করে। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এরই মধ্যে তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে।পুলিশের বাধায় আগুন দিতে ব্যর্থ হয়ে বাসের জানালার কাচ ভাঙচুর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *