সৈয়দপুরে জায়গার সীমানা নিয়ে ৩ জন গুরুতর আহত 

দৈনিক তালাশ ডটকম:নারায়ণগঞ্জের সদর সৈয়দপুর ফকিরবাড়ী এলাকায় পৈত্রিক বসত ভিটার সম্পত্তির বিরোধে একই পরিবারের তিন জন সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরত জখম করে হাসপাতালে পাঠিয়েছে ১০/১২ জন সন্ত্রাসীরা এ-ই ঘটনায় গতকাল (২২মে) সোমবার মো.সাদ্দাম হোসেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সদর থানায় বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।মামলায় দায়েরকৃত আসামীরা হলো, সৈয়দপুর ফকির বাড়ীর শাহাজাহান মাদব এর ছেলে আলমগীর (৪০),মৃত আব্দুল মান্নাফ এর ছেলে, শাজাহান মাদর (৬০),মঞ্জু (৫৫), মঞ্জুরের ছেলে সিহাব, আলমগীর এর ছেলে হুজাইফা (১৮)গিয়াস উদ্দিন এর ছেলে ফয়সাল (২০), আলমগীরের স্ত্রী শেওলা (৩০), কহিনুর ( ৪০), দেলোয়ার হোসেনের স্ত্রী মোমেনা (৪০), সহ আরও ২/৩ জন অজ্ঞাত নামা আসামি।গতকাল আসামি সদর মডেল থানার পুলিশ আলমগীর ও সিহাবকে গ্রেফতার করে আদালতে পাঠালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মামলার এজাহার সূত্রে জানা যায়, ২১ মে সকাল ৮ টায় সদর সৈয়দপুর ফকিরবাড়ী এলাকায় পৈত্রিক বসত ভিটার সম্পত্তির ভিটার সীমানার বাউন্ডারি প্রাচির নির্মানের কাজ করছিল এ মামলার বাদী সাদ্দাম হোসেন(৩২)।সেদিন বিকেল সারে তিনটার দিকে সৈয়দপুর ফকির বাড়ীর শাহাজাহান মাদব এর ছেলে আলমগীর (৪০),মৃত আব্দুল মান্নাফ এর ছেলে, শাজাহান মাদর (৬০),মঞ্জু (৫৫), মঞ্জুরের ছেলে সিহাব, আলমগীর এর ছেলে হুজাইফা (১৮)গিয়াস উদ্দিন এর ছেলে ফয়সাল (২০)আলমগীরের স্ত্রী শেওলা (৩০)কহিনুর( ৪০)দেলোয়ার হোসেনের স্ত্রী মোমেনা (৪০)সহ আরও ২/৩ জন অজ্ঞাত নামা আসামিসহ রাম দা,বটি,লোহার রড, কাঠের ডাসা,ইট ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি ভাবে বাড়ীতে অনাধিকার প্রবেশ করে বাঁধা প্রদান করেন। পরে এক পর্যায় অকথ্য ভাষায় গালিগালাজ করে সাদ্দাম হোসেন এর ছোট ভাই সাজ্জাদ (২০), মা আলো বেগমকে (৫৫),এর উপর অতর্কিত ভাবে আক্রমণ করে।আসামি আলমগীর সাদ্দাম হোসেনের মাথায় রাম দা দিয়ে গুরুত্ব আহত করে হত্যার উদ্দেশ্য ।পরে আসামি সিহাব হুজাইফা,মঞ্জু রড দ্বারা এলোপাথারী ভাবে পিটিয়ে বাদী বাম চোখের উপরে ও পিঠে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা করে রক্তজমাট জখম করে। আসামি সিহাব (১৮) বাদীর ছোট ভাই সাজ্জাদ এর উপর রাম দা দিয়ে মাথায় আঘাত করে। আসামি ফয়সাল, শেওলা,মহিনুর তাদের হাতে থাকা লোহার রড দিয়ে বাদী ছোট ভাই সাজ্জাদকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে বাম হাতের কজ্বিতে হাড় ভেঙ্গে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা করে রক্তজমাট করে ফেলো। বাদীর মা আলো বাদীকে রক্ষা করতে যাওয়া আলোকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আসামি শেওলা এক ভরি স্বর্নের চেইন যায় ও আলমারিতে থাকা ৫২ হাজার ৭০০টাকা মোমেনা বেগম (৪০),চুরি করে নিয়ে যায়। সেই সাথে বাসত বাড়ির নতুন করা সীমানার দেওয়াল ভেঙে দেয় আসামিরা সহ অজ্ঞাত ২/৩জন লোক পরে সবাইকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় আসামিরা। বাদী ছোট ভাই সাজ্জাদ এর অবস্থা আরও খারাপ হলো তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *