সোনারগাঁ গোয়ালপাড়া হাই স্কুলে সামনে বখাটে সন্ত্রাসী দের বিরুদ্ধে শিক্ষক অভিভাবক ও ম্যানেজিং কমিটির মানব বন্ধন

দৈনিক তালাশ ডটকম :প্রায়ই ছাত্রীরা সন্ত্রাসীদের হাতে নিগৃহীত হচ্ছেন বখাটে দের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক-অভিভাবক,ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকাবাসী মিলে মানব বন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে স্মারকলিপি দাখিল করেছে।জানা গেছে, বারদী ইউনিয়নের গোয়ালপাড়া হাই স্কুলের আশেপাশে ইদানিং বখাটেদের উৎপাত চরম আকার ধারণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে দলবদ্ধভাবে অবস্থান নিচ্ছে উঠতি বয়সী বখাটেরা। তারা পথে ঘাটে ছাত্রীসহ নারীদের উত্ত্যক্ত করে আপত্তিকর মন্তব্য করছে।এতে করে শিক্ষার্থীসহ নারী পথচারীরা বিব্রতবোধ করছেন লোক লজ্জায় কেউই এর প্রতিবাদ বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার প্রার্থী হতে পারছে না। কোনো সচেতন মানুষ বখাটেদের প্রতিবাদ করে বা বাধা দিলে উল্টো প্রতিবাদকারীদের রোষানলে পড়তে হচ্ছে। বখাটেরা অনেক রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত অথবা কোনো প্রভাবশালীর ছেলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে বিভিন্ন সময় উত্ত্যক্তকারী গ্রুপগুলো নিজেদের মধ্যে সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। কিন্তু বখাটেরা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় দাপটের সঙ্গে স্কুল-কলেজগামী ছাত্রী ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায়।নাম প্রকাশে কয়েকজন শিক্ষার্থী জানায়, বখাটেরা পিছু নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। অনেক ভয় করে এবং নানা রকম হুমকি দেয় বখাটেরা। ছাত্রীদের অভিভাবকরা জানান, মেয়েদের স্কুলের পাঠিয়ে খুবই চিন্তায় থাকি। বখাটেদের কারণে অনেক অভিভাবক তাদের মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে চায় না।বিদ্যালয়ের শিক্ষকরা জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে বা আশপাশে বখাটেদের দৌরাত্ম্য মারাত্মক লক্ষ্যনীয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রীদের চলাচলের পথে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করে বখাটেরা। নিরাপত্তার কথা ভেবে ছাত্রী ও সংশিষ্ট অভিভাবকগণ এসব বিষয়ে লিখিত অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। এতে করে বখাটেদের কাছে জিম্মি হয়ে আছেন ভুক্তভোগীরা। অভিভাবকরা মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে উৎকন্ঠায় ভুগছে। এতে করে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হারও বেড়ে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *