দৈনিক তালাশ ডটকম :নারায়ণগঞ্জে রোববার গভীর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে আহতদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় লোকজন।আহতরা হলেন কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম, কনেস্টবল চালক আশিকুর রহমান কনেস্টবল আফিকুল কনেস্টবল আবুল কালাম।বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান রোববার রাতে কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ হইতে মদনপর পর্যন্ত পাপা-৪ টহল ডিউটিতে থাকাবস্থায় জাঙ্গাল এলাকায় পৌঁছালে পেছন দিক দিয়ে পুলিশের গাড়ির ওপর তুলে দেয়।এসময় পুলিশের গাড়ির রাস্তার পাশে একটি গাছের সঙ্গে লেগে ধুমড়ে মুচড়ে যায়। এতে এসআই আল ইসলাম ও চালক সহ আরো ৩ কনেস্টবল রক্তাক্ত কাটা জখমে গুরুতর আহত হয়েছে।আহতরা বর্তমানে ঢাকা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ট্রাকটি আটক করা হয়েছে।