নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ

দৈনিক তালাশ ডটকম:নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২১ মে) দিবাগত রাত ১টায় তাকে সিদ্ধিরগঞ্জ থানার ২০১৩ সালের মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, ২০১৩ সালে সিদ্ধিরগঞ্জ থানার একটি নাশকতার মামলায় মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।২০১৩ সালে ৬ মে হেফাজতে ইসলামের সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে পুলিশের সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।তবে রাজীবের পরিবারের দাবি সকল মামলায় তিনি জামিনে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *