আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট চাই – বললেন শিপন সরকার

দৈনিক তালাশ ডটকম : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ মে) বিকেল ৫টায় চাষাড়া শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান -খ্রিষ্টান নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলার সহ-সভাপতি হরি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব শিপন সরকার শিখন।এসময় তিনি বলেন, আমরা কোন ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন কোন হিন্দু-মুসলিম ছিলেনা। তখন সবাই ছিলো বাঙ্গালী। কিন্তু মেজর জিয়া ৭৫ সালের পর সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করেছে। পরবর্তীতে এরশাদ একটা ধর্মকে চাপিয়ে দিয়ে রাষ্ট্র গঠন করেন। বৈষম্যের নীতি পরিহার করতে হবে। মৌলিক বিষয়ে কারো সাথে আপোষ করবোনা। এসময় তিনি লক্ষ্মী নারায়ণ কটন মিল ভাংচুরের প্রতিবাদ জানান এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য খুলে দেওয়ার আহ্বান।এসময় পূজা উদযাপন পরিষদ ফতুল্লা থানার সাধারণ সম্পাদক রনজিত মন্ডলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলার সভাপতি প্রদিপ কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুশিল দাস, মহানগরের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক তপন ঘোষ, ১৪নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক রনজিত দাস, পূজা উদযাপন পরিষদের সদস্য কৃষ্ণ আচার্য্য, সদর থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদিপ দাস, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিমল দাস, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ননী গোপাল সাহা, সহ-সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল প্রমুখ।এর পূর্বে সংগঠনের     ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি আনন্দ র্যালি নগরীর উকিলপাড়া এলাকা থেকে বের হয়ে চাষাড়া শহীদ মিনারে এসে শেষ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *