দৈনিক তালাশ ডটকম : সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরী বাড়ি এলাকায় গৃহবধূ আত্মহত্যা বৃহস্পতিবার (১৮ মে) সকালে ইসলাম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে ফাঁস দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। এ ঘটনায় মৃত নারীর স্বামী মো. কবির হোসেন (৪৫) নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।মামলায় উল্লেখ করা হয়েছে, আছমা বেগম কবির হোসেনের প্রথম স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন।সকাল ৮টা থেকে ৯ টার মধ্যকার সময়ে তাদের বসবাসরত ভাড়াটিয়া বাসায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন।পরবর্তীতে ঝুলন্ত অবস্থায় পাশের বাসার ভাড়াটিয়াদের নজরে পড়লে তারা তার স্বামীকে জানান। ঘটনার খবর শোনামাত্রই কবির হোসেন দ্রুত বাসায় এসে দেখেন যে তার স্ত্রীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এর সত্যতা নিশ্চিত করেছে।