দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী খন্দকার মোনতাজ আলীর মনোনয়ন দাখিল। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন এর হাতে মানোনয়ন পত্র তুলে দেন
জাকের পার্টির প্রার্থী খন্দকার মোনতাজ আলী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সমগ্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাকেরভক্ত অনুসারীবৃন্দ নারী-পুরুষ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। অফিসিয়ালভাবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাচন অফিসার মিসবাহ উদ্দিন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক, উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের অন্যান্য সহকারীবৃন্দ। সহকারি রিটার্নিং অফিসার যাচাই-বাছাইয়ের জন্য দিন ও সময় নির্ধারণ করেন ২ ডিসেম্বর দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। নির্বাচন আচরণবিধির মেনে চলার জন্য ছাপানো সীট প্রদান করা হয়।