মন্ত্রীর এপিএসের বাসা থেকে মাদকসহ শ্যালক আটক

দৈনিক তালাশ ডটকম :ঢাকার শেরেবাংলা নগরের সরকারি বাসায় সোমবারের অভিযানে মাদক এলএসডি সহ মফিজুরের শ্যালক ইব্রাহিম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে ইব্রাহিমের বন্ধু ফারদিন খান ও আজরাফ আহমেদকে (ওজি) গ্রেপ্তার করা হয়।
নেদারল্যান্ডস থেকে কুরিয়ারে ঢাকায় আসা একটি পার্সেলে ছিল ভয়ংকর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড)। মাদকের এই চালান আটকের পর এ ঘটনায় শিক্ষামন্ত্রী দীপু মনির একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) মফিজুর রহমানের সরকারি বাসায় অভিযান চালিয়ে ইব্রাহিম কিবরিয়াকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, শিক্ষামন্ত্রীর এপিএস মফিজুরের শ্যালক তাঁর সঙ্গে শেরেবাংলা নগরের সরকারি বাসায় থাকেন। সেখানে বসেই বন্ধু আজরাফ ও ফারদিনের মাধ্যমে এলএসডি মাদক কেনাবেচার চক্র নিয়ন্ত্রণ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, এলএসডি উদ্ধারের ঘটনায় ইব্রাহিমের বন্ধু ফারদিনকে আসামি করে পল্টন থানায় গত মঙ্গলবার একটি মামলা হয়েছে। সে মামলায় ফারদিন এখন কারাগারে। আর ইব্রাহিম ও আজরাফের কাছ থেকে গাঁজা উদ্ধার দেখানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এক দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *