আমি বিশ্বাস করি বিএনপি নির্বাচনে আসবে যদি তারা স্টুপিড না হয়: সংসদ শামীম ওসমান

দৈনিক তালাশ.কমঃ মঙ্গলবার (২৮শে নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, ইউরোপসহ অধিকাংশ দেশে ৩০ পার্সেন্ট কম লোক ভোট দেয়। কিন্তু আমার বিশ্বাস মানুষ যেভাবে নেচে উঠেছে আশা করি লোকজন ভোটকেন্দ্রে আসবে। আমরা জনগণকে এমনভাবে উদ্বুদ্ধ করবো, যেন জনগণ ভোটকেন্দ্রে আসে। বিশেষ করে নতুন ভোটাররা আসবে। নির্বাচন ১০০ পার্সেন্ট ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। কেউ মাথা ঘুরাতে পারবে না। ভোট দিতে যাবে।

তিনি আরও বলেন, আমরা চাইলে অনেকের ক্ষতি করতে পারতাম। নেত্রী বলেছেন কোনো প্রতিহিংসা নয়, শয়তানের কাজ শয়তান করেছে। গত ১৪ বছরে নারায়ণগঞ্জে কোনো সহিংসতা হয়নি। আমরা সহাবস্থানে থাকতে চেয়েছি। যারা বিএনপির হাতে মারা গেছেন, তাদের দুই-চারজনের বাসায় আমি গিয়েছি। তারা জিজ্ঞেস করেছে ভাই আপনি কি বিচার করবেন না? একথা শুনে আমার কষ্ট লেগেছে।

শামীম ওসমান বলেন, আমি যদি আজ বলি ধর, পাঁচ মিনিটের মধ্যে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হবে। এটা আমার দলের নেতাকর্মীরাই করবে। যারা জ্বালাও পোড়াও করেন তারা সাবধান হয়ে যান।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা,খাদেম সানাউল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *