পাংশা থানা কর্তৃক নগত ১৫ হাজার টাকা ও ভাই বোন সবাইকে মালামাল সহ ৩ জন গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ রাজবাড়ী জেলার পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, অফিসার ইনচার্জ, পাংশা মডেল থানা, রাজবাড়ী এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/মোহাম্মদ মাহাবুর রহমান মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাংশা মডেল থানার মামলা নং-১৫, তারিখ-২৭/১১/২০২৩খ্রিঃ, ধারা-457/380 The Penal Code, 1860 এর উদ্ধার অভিযানকালে ইং ২৭/১১/২০২৩ তারিখ রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা চোরদের শনাক্ত পূর্বক আসামী ১।মোঃ জালাল শেখ(৩০), পিতা-মোঃ হানিফ শেখ, সাং-মাগুড়াডাঙ্গী রেল সিগনালের পাশে, ২। ভোলা হরিজন(৩০), পিতা-বাবলু হরিজন ওরফে শুকদেব, সাং- নারায়নপুর বাংলাপাড়া, ৩। মোঃ আব্দুর রহমান ওরফে গাইশ্যা(৩৫), পিতা-আনন্দ সরকার, সাং-নারায়নপুর রেল গেটের পাশে, সর্ব থানা-পাংশা, জেলা-রাজবাড়ীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে আসামী মোঃ জালাল শেখ এর হেফাজত হতে বাদীর চোরাই যাওয়া ২০ (বিশ) কেজি জিরা, ১০ প্যাকেট গোল্ড লিপ সিগারেট, ২৪ পিচ LUX সাবান এবং নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকা উদ্ধার করেন। ধৃত আসামীদের অদ্য ২৮/১১/২০২৩ খ্রিঃ তারিখ প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *