দৈনিক তালাশ.কনঃদৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব: মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে এ উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় “অপরাধ প্রতিরোধে শাস্তির চেয়ে সচেতনতা বেশী কার্যকর”। এ গুরুত্বপূর্ণ বিতর্ক বিষয়টি নির্ধারণ করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হুসেইন। তিনিই বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন । বিচারক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক , উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল হালিম,
উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শিল্পী দে।
কালিহাতী উপজেলায় আটটি কলেজ অংশগ্রহণ করেন। কলেজ গুলির নাম হল- সরকারি শামসুল হক কলেজ, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়, শহীদ শাহেদ হাজারী কলেজ, যমুনা কলেজ, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নারান্দিয়া টেনু রামক্ষেত্র নাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তাদের মধ্যে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন- শহীদ শাহেদ হাজারী কলেজ ও বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। উভয় পক্ষই বিতর্ক অনুষ্ঠান ভালো করেছে, সুন্দর সুন্দর যুক্তি, বস্তুনিষ্ঠ পয়েন্ট উপস্থাপন করেছেন। হারজিত আছেই। তাই পয়েন্টের সামান্য ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বঙ্গবন্ধুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। রানার আপ হয় শহীদ শাহেদ হাজারী কলেজ। বঙ্গবন্ধুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিযোগিতা
ফজিলা আক্তার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন । শহীদ শাহেদ হাজারী কলেজের প্রতিযোগী হলেন: নাদিয়া আক্তার, স্বর্ণা সাহা ও মারুফ আহমেদ। অপরদিকে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর প্রতিযোগী হলেন: মোঃ রাকিবুল ইসলাম, নাহিদ পারভেজ সেলিম ও ফজিলা আক্তার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মোল্লা, হনুমান কোম্পানির যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ান অফিসার মোঃ শিহাব উদ্দিন। আরো উল্লেখ্য, সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়। চ্যাম্পিয়নদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। রানার আপদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজক এবং বিতর্কের বিষয় নির্ধারণকারি উপজেলা নির্বাহী অফিসারকেও ক্রেস্ট প্রদান করা হয়। উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ যার যার পক্ষের বক্তাকে মুহ: মুহ: করতালির মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলেন।