দৈনিক তালাশ.কমঃমো:জাহিদ হাসান বিশেষ প্রতিনিধি:
সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে বিএনপির সঙ্গে মিল রেখে অষ্টম দফায় সারাদেশে হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করবে দলটি।সোমবার (২৭ নভেম্বর) জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন জাতির মতামতকে অগ্রাহ্য করে একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তথাকথিত তফসিল ঘোষণার মাধ্যমে কমিশন দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ রুদ্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ কতিপয় বিশ্বাসঘাতক ও স্বার্থপর লোক বাগিয়ে নিয়ে মৌসুমি দল সৃষ্টি করে ভুয়া নির্বাচনের পাঁয়তারা করছে। এটা আওয়ামী লীগের অপরাজনীতির বহিঃপ্রকাশ।তিনি বলেন, অন্যদিকে নির্বাচনের পূর্ব মূহূর্তে অত্যন্ত পরিকিল্পতভাবে শুনানি ছাড়াই জামায়াতের নিবন্ধন মামলা সংক্রান্ত আপিলটি খারিজ করে দিয়ে নির্বাচন ও গণতন্ত্র বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে। আমরা সরকারের নির্বাচনের পথে প্রতিবন্ধকতা ও গণতন্ত্র বিকাশের পথে অন্তরায় সৃষ্টির তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।
মাওলানা এ টি এম মা’ছুম আরও বলেন, সরকার তার একক নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সারাদেশে গণগ্রেফতার ও পুলিশি হয়রানি অব্যাহত রেখেছে। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম উচ্চ আদালত থেকে সকল মামলায় জামিনপ্রাপ্ত হয়ে ২৭ নভেম্বর দুপুরে জেল থেকে বের হওয়ার পূর্বমুহূর্তে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। ২৪ ঘণ্টায় সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৩০ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি জালিম সরকারের এইসব জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারদের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করছি।তিনি বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে।এ অবস্থায় ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে আমি জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।