দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক ও সাবেক পিপি এস.এম ওয়াজেদ আলী খোকন। গতকাল রবিবার ২৬ নভেম্বর এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক এস.এম ওয়াজেদ আলী খোকন বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে এ.কে.এম শামীম ওসমানকে দল থেকে মনোনীত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি নারায়ণগঞ্জ-৪ আসনে জননেতা এ.কে.এম শামীম ওসমানের নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ৪র্থ বারের মতো জননেত্রী শেখ হাসিনাকে এদেশের প্রধানমন্ত্রী করবো। আমরা নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগ ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে শামীম ওসমানকে বিজয় করবো।