দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মান্দায় উত্তম কুমার (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) মান্দা, আত্রাই ও রাজশাহীর বাগমারা সীমান্তে উত্তর জামালপুরে ফকিন্নি নদীর তীর থেকে এ লাশটি উদ্ধার করা হয়।পরিবার সূত্রে জানা যায়, পরিবারর একমাত্র উপার্জনকারী উত্তম কুমার আত্রাই হাটকালুপাড়া গ্রামের অজিত কুমারের ছেলে। গতকাল বিকালে জমির সবজি বিক্রি করতে ফতেপুর বাজার এসে আর বাড়ি ফেরেনি। কিছুদিন পূর্বে উত্তম কুমারের ১৫ বছরের সন্তান পানিতে পড়ে মৃত্যু হয়। অতি দরিদ্র মানুষ হওয়ায় তার কোন শত্রু নাই বলে জানান। তবে কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত করে বের করতে প্রশাসনের কাছে মিনতি জানান। মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, লাশ বাগমারাএলাকায় পড়ে থাকায় বাগমারা থানাকে অবিহিত করেছি। বাগমারার গাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ্ব মোয়াজ্জেম হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে হত্যা মামলার প্রস্তুতি চলছে।