নওগাঁর মহাদেবপুরে ছয় বছরের শিশু ধর্ষণের চেষ্টা অতঃপর অভিযোগে নৃপেন বর্মনকে আটক

দৈনিক তালাশ.কমঃনওগাঁ প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে ছয় বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুট্টু (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ । সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ভুট্টু উপজেলার হাতুড় ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য,গত ৩১ অক্টোবর বিকেলে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় এজাহার দায়ের করলে গত ২ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ। মামলা নম্বর-২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *