শামীম ওসমানের শান্তি মিছিলে আরিফ ইকবালের যোগদান

দৈনিক তালাশ.কমঃফতুল্লা প্রতিনিধি: হরতাল অবরোধের নামে সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে একেএম শামীম ওসমানের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকালে ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকায় ফতুল্লা থানা আওয়ামী লীগের আয়োজনে ওই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ শান্তি মিছিলটি পঞ্চবটি থেকে বের হয়ে পাগলায় গিয়ে শেষ হয়।
এদিকে শামীম ওসমানের এ মিছিল ও সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মীয় উপকমিটির সদস্য ও কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফ ইকবাল। তার নেতৃত্বে প্রায় সহ¯্রাধীক নেতাকর্মী মিছিল নিয়ে যোগদান করে।
মিছিলে কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *